প্রকাশকাল: ২৬ জানুয়ারি ২০২৬
ধারণাপত্র
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে ক্লিন এনার্জি (পরিচ্ছন্ন জ্বালানি ) অপরিহার্য, সময়োপযোগী এবং নির্ভরযোগ্য জ্বালানি হিসেবে বৈশ্বিকভাবে বিবেচিত। ক্লিন এনার্জি বলতে সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ এবং ভূতাপীয় শক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে প্রাপ্ত জালানিকে বোঝায় যা আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা হ্রাস এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিন এনার্জি তথা নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী ২৬ জানুয়ারি "ইন্টারন্যাশনাল ডে অব ক্লিন এনার্জি" হিসেবে পালিত হয়-যার মূল লক্ষ্য হলো জনগণ ও পৃথিবীর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পরিচ্ছন্ন জ্বালানির দিকে একটি ন্যায়সঙ্গত ও টেকসই রূপান্তর সাধনে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত বৈশ্বিক কার্যক্রমকে সক্রিয় ও গতিশীল করা। ২০২৪ সালে দিবসটি প্রথমবারের মতো জাতিসংঘ কর্তৃক পালিত হয়েছে।
টিআইবি বিশ্বাস করে যে নবায়নযোগ্য জ্বালানি একটি ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব এবং টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে নীতি-স্পষ্টতা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা বাস্তবায়নের সম্ভাবনা এবং বিবিধ চ্যালেঞ্জসহ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে সচেতনতা ও চাহিদা বৃদ্ধি করতে টিআইবি “প্রোমোটিং গুড গভর্ন্যান্স এন্ড ইন্টিগ্রিটি ইন দ্যা এনার্জি ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় দুর্নীতিমুক্ত ও টেকসই জ্বালানি ব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টিআইবি গত বছরের মত এবছরও দিবসটিকে সামনে রেখে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বহুমুখী কর্মসূচির গ্রহণ করেছে।
এ বছর "ইন্টারন্যাশনাল ডে অব ক্লিন এনার্জি" দিবস আয়োজনের প্রেক্ষিতে ধারণাপত্রটি পড়তে ক্লিক করুনঃ