আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য, একসাথে, এখনই

প্রকাশকাল: ০৮ ডিসেম্বর ২০২৫

ধারণাপত্র

দুর্নীতি একটি বিশ্বজনীন চ্যালেঞ্জ। বিশ্বের প্রতিটি দেশ ও সমাজে মাত্রাগত ভিন্নতায় এই ব্যাধির প্রকোপ রয়েছে। তাই দুর্নীতির ন্যায় একটি বৈশ্বিক সমস্যার চ্যালেঞ্জ মোকাবেলা ও প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব অনুধাবন করে জাতিসংঘের উদ্যোগে ২০০৩ সালের ৩১ অক্টোবর ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ’ United Nations Convention Against Corruption (UNCAC) গৃহীত হয়।

দিবসটি উপলক্ষে জাতিসংঘের এবারের প্রতিপাদ্য Uniting with Youth Against Corruption: Shaping Tomorrow’s Integrity। আগামীর বিশ্বকে নেতৃত্ব দিবে আজকের তরুণ প্রজন্ম। তাই তাদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিসহ সততা ও শুদ্ধাচারের চর্চার প্রসারে আন্তর্জাতিক, রাষ্ট্রীয়, সরকারি ও সংশ্লিষ্ট দেশের নাগরিকসহ সকল অংশীজনদের দায় রয়েছে। তরুণ প্রজন্ম যাতে দুর্নীতিবিরোধী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ, কোনো ধরনের বাধা বা বিপত্তি ছাড়া মুক্তমনে দুর্নীতি নিয়ে আলোচনা ও তাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারে এবং দুর্নীতি প্রতিরোধ ও সমাধানে তাদের উদ্ভাবনীশক্তিকে কাজে লাগানোর সুযোগ পায়, তার নিশ্চয়তা প্রদানের গুরুত্ব বুঝাতে এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

পুরো ধারণাপত্রের জন্য এখানে ক্লিক করুন