Corruption Perceptions Index

Corruption Perceptions Index (CPI) is produced annually by the international secretariat of Transparency International (TI), the Berlin-based global coalition against corruption. The index was first globally introduced in 1995 while Bangladesh was first included in it in 2001.

The CPI provides international comparison of countries (180 in 2023) in terms of perceived corruption mainly in public sector. CPI is a composite survey of surveys. Data for CPI are drawn from more than a dozen internationally credible and reputed surveys on issues relevant to governance and corruption. Only such data are used that allow internationally comparative assessment.

Transparency International Bangladesh (TIB) plays no role in producing this index, nor any research or survey conducted by TIB has any relevance to CPI.

Research for CPI is conducted by the CPI team of TI-Secretariat supported by independent external experts. CPI methodology has been developed, calculated and verified by reputed researchers and experts of the Department of Statistics and Political Science of Columbia University and Methodology Institute, London School of Economics and Political Science. In addition, the CPI methodology has been certified as statistically and conceptually sound by the European Commission Joint Research Centre (JRC), which also conducted audit of the index. Further details on CPI are available at: www.transparency.org/cpi

CPI is released every year simultaneously on the same date and time globally. The timing of release of the index has no relevance to the domestic context of any country including Bangladesh. TIB’s role as the national chapter of TI in Bangladesh is limited to releasing the index every year on the same date and time in sync with global release.

বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী বৈশ্বিক জোট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর আন্তর্জাতিক সচিবালয় প্রতি বছর দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) প্রস্তুত করে। সূচকটি ১৯৯৫ সালে বিশ্বব্যাপী প্রবর্তিত হয় এবং ২০০১ সালে প্রথমবারের মতো বাংলাদেশকে এই সূচকে অন্তর্ভুক্ত করা হয়।

দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) মূলত বিশ্বের বিভিন্ন দেশে সরকারি খাতে দুর্নীতির ধারণার আন্তর্জাতিক তুলনা (২০২৩ সালের ১৮০টি দেশকে নিয়ে করা হয়েছে)। সিপিআই হলো- বেশ কিছু সমীক্ষা নিয়ে করা একটি যৌগিক সমীক্ষা। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং ব্যাপকভাবে পরিচিত ডজনেরও বেশি সমীক্ষা থেকে সিপিআই-এর জন্য সুশাসন এবং দুর্নীতির সঙ্গে প্রাসঙ্গিক ডেটা নেওয়া হয়। এই গবেষণায় শুধুমাত্র এমন তথ্য ব্যবহার করা হয়, যার মাধ্যমে আন্তর্জাতিকভাবে তুলনামূলক মূল্যায়ন করা সম্ভব হয়।

এই সূচক প্রস্তুতকরণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কোনো ভূমিকা পালন করে না। এমনকি, সিপিআই-এর সঙ্গে টিআইবি কর্তৃক পরিচালিত কোনো গবেষণা বা জরিপের কোনো সম্পর্ক নেই।

সিপিআই-এর জন্য গবেষণা স্বাধীন বহিরাগত বিশেষজ্ঞদের সহযোগিতায় টিআই সচিবালয়ের সিপিআই গবেষক দল পরিচালনা করে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের মেথডলজি ইনস্টিটিউটের স্বনামধন্য গবেষক এবং বিশেষজ্ঞ সিপিআইয়ের গবেষণা পদ্ধতি প্রস্তুত ও যাচাই করেছেন। এছাড়া, ইউরোপীয় কমিশন জয়েন্ট রিসার্চ সেন্টার (জেআরসি) সূচকের নিরীক্ষাপূর্বক সিপিআই পদ্ধতিকে পরিসংখ্যানগত এবং ধারণাগতভাবে সঠিক বলে প্রত্যয়ন করেছে। সিপিআই সম্পর্কে আরও বিশদ বিবরণ এখানে পাওয়া যাবে: www.transparency.org/cpi

বিশ্বব্যাপী একই দিন ও সময়ে প্রতি বছর সিপিআই একযোগে প্রকাশিত হয়। সূচক প্রকাশের সময়ের সঙ্গে বাংলাদেশ বা বিশ্বের অন্য কোনো দেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটের কোনো সম্পর্ক নেই। সিপিআই এর ক্ষেত্রে, টিআইবির ভূমিকা শুধুমাত্র বিশ্বব্যাপী প্রকাশের সাথে সামঞ্জস্য রেখে প্রতি বছর একই দিন ও সময়ে সূচক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ।

JOIN TIB. FIGHT AGAINST CORRUPTION

Have your say in our work and help us be there for people at risk – become a member today.

HOW DO I JOIN?