আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪

“নতুন বাংলাদেশ” দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই

প্রকাশকাল: ১০ ডিসেম্বর ২০২৪

ধারণাপত্র

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনাপ্রবাহে নজিরবিহীন রক্ত ও ত্যাগের বিনিময়ে কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটে। যার পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকারের কাছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন ‘‘নতুন বাংলাদেশ’’ গড়ার উপযোগী রাষ্ট্রকাঠামো ও পরিবেশ তৈরি করা।

‘‘নতুন বাংলাদেশ’’-এ রাষ্ট্র-সংস্কার ও জাতীয় রাজনৈতিক বন্দোবস্তের মূল অভীষ্ট হতে হবে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিচারহীনতার মূলোৎপাটন করা। এই অভীষ্ট অর্জনের লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানের আমূল সংস্কারের পাশাপাশি দুর্নীতিবিরোধী চাহিদা জোরদার করতে গণমাধ্যমসহ সকল অংশীজন ও সাধারণ জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের উপযোগী নিষ্কণ্টক পরিবেশ অপরিহার্য।

দুর্নীতি, বৈষম্য, ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন একটি নতুন যুগের সূচনা। দেড় হাজারের বেশি প্রাণের আত্মত্যাগ দেশের ন্যায্য, সমতাপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে প্রেরণা হয়ে থাকবে। প্রাথমিকভাবে কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও, আন্দোলন দ্রুতই বৈষম্যহীনতা স্বচ্ছতা, সুশাসন ও জনগণের গণতান্ত্রিক অধিকারের দাবিতে রূপ নেয়। তরুণদের দুর্জয় আন্দোলনের সঙ্গে জনগণের সমর্থন এসে মিলে কর্তৃত্ববাদী সরকারকে পদত্যাগে বাধ্য করে। যা শুধু একটি রাজনৈতিক বিজয় নয়, এটি তারুণ্যের শক্তি, সম্মিলিত প্রচেষ্টা এবং সততার ভিত্তিতে একটি সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়কে তুলে ধরে। নজিরবিহীন প্রাণহানি ও ত্যাগের বিনিময়ে যে “নতুন বাংলাদেশ” সৃষ্টির স্বপ্ন নাগরিকদের স্বপ্নাতুর করে তুলেছে তার মূল কথা -দুর্নীতি, বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এবং একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, সুশাসিত ও মানবিক বাংলাদেশ নির্মাণ। এই আন্দোলন আমাদের শিখিয়েছে বাংলাদেশের ইতিহাসে যত ইতিবাচক অর্জন, তার ধারাবাহিকতায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তারুণ্যই আমাদের মূল হাতিয়ার, জনগণের ঐক্যই আমাদের প্রেরণা।

পুরো ধারণাপত্রের জন্য এখানে ক্লিক করুন


Concept Note