প্রকাশকাল: ০৪ জুন ২০২৪
ধারণাপত্র
পরিবেশ ও জীববৈচিত্র্যের সুরক্ষায় বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি এবং এ সংক্রান্ত কার্যক্রমকে উৎসাহিত করতে ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতি বছর দিবসটি ভিন্ন ভিন্নদেশে, ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে পালিত হয়। এ বছর পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘Land restoration, desertification and drought resilience’ বা ভূমি পুনরুদ্ধার, মরুকরণ ও খরা সহনশীলতা। পরিবেশ সুরক্ষা ও বাস্তুতন্ত্রের উন্নয়নে মরুকরণ এবং ভূমির অবক্ষয় রোধকে সৌদি আরব সরকার তাদের টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়নে বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছে। এ ছাড়া, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সৌদি সরকার ২০৩৫ সালের মধ্যে ৪.১ মিলিয়ন টন কার্বন হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছে। পরিবেশ সুরক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি বিবেচনায় এবং ইউএন কনভেনশন টু কমব্যাট ডেজারটিফিকেশন (ইউএনসিসিডি) চুক্তির তিন দশক পূর্তি উদ্যাপনে সৌদি আরবকে এ বছর বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক করা হয়েছে। সার্বিকভাবে জলবায়ু পরিবর্তনের ফলে ভূমি অবক্ষয়, মরুকরণ ও খরার মতো বিষয়কে প্রাধান্য দিয়ে এবং এ সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এ বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ সরকার,‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ - স্লোগানকে সামনে রেখে দিনটি উদ্যাপন করছে।
ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ভূমির ওপর পড়ছে। বিশেষকরে খরা, মরুকরণসহ ভূমির অবক্ষয় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তাসহ অর্থনীতির জন্য হুমকি। ভূমি অবক্ষয়ের ফলে মাটির গুণগত মান ও উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে, কৃষি উপযোগী জমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে এবং সুপেয় পানির সংকট বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা, ভূমির অপরিকল্পিত ও অধিক ব্যবহার, বনভূমি ধ্বংস, নদী এবং পহাড়ের মাটি কর্তন ও স্থানান্তর, জমিতে অত্যাধিক রাসায়নিক ব্যবহারের মাধ্যেমে ভূমির অবক্ষয় ও মরুকরণ প্রক্রিয়া তরান্বিত হয়। ভূমি অবক্ষয় এবং মরুকরণের ফলে প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যÑ যার ওপর একটি বৃহৎ দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নির্ভরশীল, তার স্থায়ী ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধিসহ মরুকরণের নেতিবাচক প্রভাব মানব স্বাস্থ্যর ওপরও পড়ছে। বিশেষকরে দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে।
পুরো ধারণাপত্রের জন্য এখানে ক্লিক করুন