ডিসক্লেইমার
এই ড্যাশবোর্ড উন্নয়নের জন্য সকল তথ্য-উপাত্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইট (http://www.ecs.gov.bd/page/holofnama-upazila) এ আপলোডকৃত ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা থেকে সংগ্রহ করা হয়েছে। এই ড্যাশবোর্ডের জন্য সংগৃহীত তথ্য-উপাত্তে মানবীয় ভুলের সুযোগ নেই- টিআইবি এমন দাবি করে না। ফলে কোনো তথ্য-উপাত্তসংক্রান্ত অনিচ্ছাকৃত গড়মিল বা ভুল দৃষ্টিগোচর হলে টিআইবিকে info@ti-bangladesh.org এই মেইলের মাধ্যমে জানানোর অনুরোধ জানাচ্ছি। টিআইবি যাচাইপূর্বক তাৎক্ষণিকভাবে তা শুধরে নেবে।