কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি

প্রকাশকাল: ০৪ আগস্ট ২০২৫

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রধান লক্ষ্য। দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে টিআইবি’র পক্ষ থেকে ‘কর্তৃত্ববাদী সরকার পতনের পর প্রথম ১০০ দিনের’ ঘটনাপ্রবাহের ওপর পর্যবেক্ষণভিত্তিক প্রতিবেদন প্রকাশ (১৮ নভেম্বর ২০২৪) করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় কর্তৃত্ববাদী সরকার পতনের পর এক বছরের ঘটনাপ্রবাহের ওপর পর্যবেক্ষণভিত্তিক বর্তমান গবেষণা করা হয়েছে। এই গবেষণায় অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা, সংস্কার এবং নির্বাচনকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন অংশীজনের ভূমিকা পর্যালোচনা করা হয়েছে।

কর্তৃত্ববাদী সরকার পতনের পর থেকে এক বছর (২০২৪ এর ৫ আগস্ট থেকে ২০২৫ এর ৪ আগস্ট পর্যন্ত) এই গবেষণার তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন করা হয়েছে।

বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-