প্রকাশকাল: ৩১ ডিসেম্বর ২০২৫
দেশের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত ও বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়ায় সেখানে সরকারি আর্থিক প্রণোদনা প্রদান ও কার্যকর তদারকির ঘাটতি বিদ্যমান। এছাড়া বিদ্যালয়ের অবকাঠামোগত দুর্বলতা, শিক্ষক স্বল্পতা, অনিয়মিত পাঠদান এবং কিছুক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির চিত্র বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবেদন এবং সংবাদমাধ্যমে নিয়মিতভাবে উঠে এসেছে। বাংলাদেশের অনেক মাধ্যমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকট, স্বাস্থ্যসম্মত শৌচাগার, নিরাপদ পানি সুবিধার অভাব, শিক্ষক নিয়োগ, বদলি ও পদোন্নতিতে ঘুষ আদায় এবং শিক্ষার্থী ভর্তিসহ বিভিন্ন ধরনের ফি আদায়ে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে, যা শিক্ষার মান এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে সরাসরি প্রভাব ফেলে। এছাড়া বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়সমূহে ব্যবস্থাপনা কমিটিতে স্বজনপ্রীতি, বাজেট ব্যবস্থাপনায় দুর্নীতি এবং শিক্ষা বৃত্তির তালিকাভুক্তিতে নিয়ম-বহির্ভুত অর্থআদায় করা হয়, যা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতির প্রতিফলন।
টিআইবির কার্যক্রমের অন্যতম ক্ষেত্র শিক্ষা। এ খাতে গবেষণা ও অধিপরামর্শ কার্যক্রমের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সনাকের মাধ্যমে টিআইবি দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের সেবা, সুশাসন নিশ্চিত করা ও দুর্নীতি প্রতিরোধ নিয়ে কাজ করে আসছে। এই প্রেক্ষাপটে, মাধ্যমিক শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে এবং স্বচ্ছতা ও জবাবদিহির পরিবেশ গড়ে তুলতে টিআইবি ‘প্যাকটা’ প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয় মনিটরিং কার্যক্রম বাস্তবায়ন করছে।
কমিউনিটি মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষকের অনুপস্থিতি, অনিয়মিত পাঠদান, অবকাঠামোগত সমস্যা, বিদ্যালয় পরিচালনা কমিটির অকার্যকরতা, তথ্য প্রকাশে স্বচ্ছতার অভাব, দুর্নীতির প্রবণতা ইত্যাদি নানা বিষয় চিহ্নিত করা সম্ভব হচ্ছে। এই অংশগ্রহণমূলক প্রক্রিয়া স্থানীয় জনগণের সম্পৃক্ততার মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়সমূহ ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতে ও জাতীয় পর্যায়ে নীতিগত প্রভাব সৃষ্টিতে কার্যকর ভ‚মিকা রাখে। মাধ্যমিক শিক্ষাখাতে দুর্নীতি এবং অনিয়ম বিদ্যমান থাকায় টিআইবি’র জাতীয় পর্যায়ে এ খাতের ওপর বিবিধ গবেষণা ও অধিপরামর্শ কার্যক্রমের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সনাকের মাধ্যমে বিবিধ কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, এই অংশগ্রহণমূলক কমিউিনিটি মনিটরিংভিত্তিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি প্রণয়ন করা হয়ছে।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-