প্রকাশকাল: ০৪ নভেম্বর ২০২৫
জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম (ক্লাইমেট রিস্ক ইনডেক্স, ২০২১)। তাছাড়া, জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে নবম (ওয়ার্ল্ড রিস্ক ইনডেক্স, ২০২৩)। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের জিডিপির দুই শতাংশ ক্ষতিগ্রস্ত হবে এবং ২১০০ সাল নাগাদ এই হার বৃদ্ধি হবে নয় শতাংশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ২০৫০ সাল নাগাদ দেশের ১৭ শতাংশ ভূমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং একই সময়ে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে দেশের মোট উৎপাদনের ৩০ শতাংশ হ্রাস পাবে। লবণাক্ততা ও বন্যার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে উপক‚লীয় অঞ্চল। তাছাড়া, জলবায়ু পরিবর্তনজনিত কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল প্রায় ২৪ লাখ এবং ২০৫০ সালের মধ্যে প্রায় দুই কোটির বেশি মানুষ তাদের উপকূলীয় অঞ্চল থেকে স্থানচ্যুত হতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের প্রকোপ এবং তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের কারণে বছরে গড় ক্ষতির পরিমাণ ইতোমধ্যে প্রায় এক বিলিয়ন ডলার (মোট দেশজ উৎপাদন বা জিডিপির ০.৭ শতাংশ)। ২০৫০ সালের মধ্যে ঘূর্ণিঝড়ের সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে এবং এর ফলে বাংলাদেশের উপক‚লীয় অঞ্চলের জনজীবন আরও বিপর্যস্ত হতে পারে। তাছাড়া, সুন্দরবনের ৪০ শতাংশ অঞ্চল আগামী কয়েক দশকের মধ্যে বিলীন হবে।
জাতীয় পরিকল্পনাসমূহে নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং তা অর্জনের সময়সীমা নির্ধারণে বিবিধ অসংগতি বিদ্যমান। প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে চাহিদার বিপরীতে কম বরাদ্দ, বাস্তবায়ন এলাকা নির্ধারণে অসামঞ্জস্যতা, ও স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনীয়তাকে কম গুরুত্ব প্রদান করা হয়েছে। এছাড়া, এসকল তহবিলের ব্যবস্থাপনা ও কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি, প্রকল্প বাস্তবায়নের কাজে দীর্ঘসূত্রতা, ও অনিয়ম-দুর্নীতিসহ বিবিধ সুশাসনের চ্যালেঞ্জ বিদ্যমান যা বিগত বছরগুলোতে টিআইবি’র গবেষণাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। জলবায়ু তহবিল অর্থায়ন ও বাস্তবায়নে সুশাসন বিষয়ক টিআইবি’র ধারাবাহিক গবেষণা ও অধিপরামর্শমূলক কার্যক্রম রয়েছে। তবে, জলবায়ু খাতে টিআইবি’র পূর্বের গবেষণাগুলো সুনির্দিষ্ট তহবিল এবং প্রকল্পের ব্যবস্থাপনা এবং বাস্তবায়ন সম্পর্কিত হলেও বাংলাদেশে জলবায়ু খাতে সুশাসনের সার্বিক চিত্র সম্বলিত গবেষণার ঘাটতি বিদ্যমান।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-