প্রকাশকাল: ০৯ জুন ২০২৪
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তর হলো উপজেলা পরিষদ। বাংলাদেশের সংবিধানে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করার জন্য স্থানীয় সরকারকে প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান এবং জনগণের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশেষ করে ৫৯(১) নং অনুচ্ছেদে বলা হয়েছে, “আইন মোতাবেক নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হবে।” সংবিধানের ৬০ নং অনুচ্ছেদে “স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহকে স্থানীয় প্রয়োজনে কর আরোপ করার ক্ষমতাসহ বাজেট প্রস্তুতকরণ এবং নিজস্ব তহবিল রক্ষনাবেক্ষণের ক্ষমতা প্রদান করা হয়েছে।”
উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর ১৫(৩)-ঈ ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তিকে এ নির্বাচনে অংশ নিতে হলে হলফনামার আকারে বেশ কিছু ঘোষণা দিতে হয়। হলফনামায় দেওয়া এসব তথ্যের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, পেশা ও আয়ের উৎস, মামলার বিবরণী, প্রার্থীর নিজের ও তার ওপর নির্ভরশীলদের আয়-ব্যয়, সম্পদ এবং দায়-দেনা। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা সংক্রান্ততথ্যের প্রাথমিক দলিল এই হলফনামা। তাই প্রার্থীদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সঠিক প্রার্থী বেছে নিতে এই হলফনামার গুরুত্বঅনেক। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতে আয় ও সম্পদের হিসাব প্রাপ্তি ও তুলনার সুযোগ তৈরি করে। প্রার্থীদের হলফনামা নির্বাচন কমিশন প্রকাশ করলেও, তা কেন্দ্র করে জনপ্রতিনিধিদের আয় ও সম্পদ অর্জন ও বৃদ্ধিসংক্রান্তবিষয়গুলোর ক্ষেত্রে এখনো জবাবদিহি প্রতিষ্ঠা করা যায়নি। আবার এ সকল তথ্য স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করে তোলার কাজ ও সক্ষমতা খুবই কম।
এমন বাস্তবতায় বড় পরিসরে হলফনামার সকল তথ্যকে আরো বিশ্লেষণযোগ্যভাবে সহজলভ্য করার তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী সম্পর্কে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরিতে এবং জবাবদিহি প্রতিষ্ঠায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) হলফনামায় প্রার্থী পরিচিতি বা Know Your Candidate (KYC) তথ্যভান্ডার তৈরি করেছে।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-