প্রকাশকাল: ১১ মে ২০২২
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে টিআইবি জাতীয় ও স্থানীয় পর্যায়ে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন খাত ও প্রতিষ্ঠান নিয়ে গবেষণা ও অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে থাকে। টিআইবি’র অগ্রাধিকার খাতগুলোর মধ্যে পরিবেশ ও জলবায়ু অর্থায়নে সুশাসন অন্যতম।
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন বাংলাদেশের সংবিধানের মূলনীতির অংশ (অনুচ্ছেদ ১৮-ক)। প্যারিস চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ হ্রাস এবং নবায়নযোগ্য জ¦ালানি প্রসারে প্রতিজ্ঞাবদ্ধ যা টেকসই উন্নয়ন অভিষ্ট ৭ এবং ১৩ অর্জনেরও পূর্বশত। কিন্তু সুলভ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব জ¦ালানি সরবরাহে সরকারের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রæতি থাকা স্বত্তে¡ও পরিবেশের জন্য ক্ষতিকর ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি)-কে প্রাধান্য দিয়ে জ¦ালানি খাতে বিনিয়োগ অব্যাহত রয়েছে। দ্রæত বিদ্যুৎ সরবরাহ আইনের আওতায় অনুমোদন দিয়ে জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ প্রকল্পগুলোর বেশিরভাগই বাস্তবায়ন করা হচ্ছে পরিবেশগত সংকটাপন্ন ও ঝুঁকিপূর্ণ এলাকায়। কয়লা এবং এলএনজিভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা, অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রমে নানাবিধ অনিয়মের অভিযোগ রয়েছে। এ প্রেক্ষিতে প্রকল্পগুলোর পরিকল্পনা, অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ার দিকসমূহ সুশাসনের আঙ্গিকে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা থেকে বর্তমান গবেষণাটি পরিচালনা করা হয়।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন -