০৬ নভেম্বর ২০২১

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিমুক্ত, সুশাসিত ও জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে দেশে সুশাসন প্রতিষ্ঠার সহায়ক পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে টিআইবি সরকারি ও বেসরকারি বিভিন্ন খাত, প্রতিষ্ঠান ও বিষয় নিয়ে গবেষণাসহ বিভিন্ন ধরনের অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে আসছে। টিআইবি’র কার্যক্রমে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়ের মধ্যে বিভিন্ন ধরনের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও সেবায় অন্তর্ভুক্তি অন্যতম। ইতিপূর্বে টিআইবি সরকারি সেবায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সুশাসনের চ্যালেঞ্জ চিহ্নিত করে একটি গবেষণা পরিচালনা করেছে (প্রকাশকাল ২০১৯)। প্রান্তিক জনগোষ্ঠীর ওপর দুর্নীতির বোঝা এবং সম্ভাব্য জবাবদিহি ব্যবস্থা সম্পর্কে জানার আগ্রহ এবং টিআইবি’র পূর্ববর্তী গবেষণা ও অধিপরামর্শ কার্যক্রমের ধারাবাহিকতায় টিআইবি “সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অভিগম্যতা: জবাবদিহি ব্যবস্থার বিশ্লেষণ” শীর্ষক একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে, যা ২০২১ সালের ২১ অক্টোবর প্রকাশ করা হয়। এই পলিসি ব্রিফ উপরোক্ত গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে প্রণীত। পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন।