01 April 2021

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সম্প্রতি বনঅধিদপ্তর: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায়’ শীর্ষক একটি গবেষণা পরিচালনা করে যা ২০২০ সালের ৩০ ডিসেম্বর প্রকাশকরা হয়।এ গবেষণার প্রধান উদ্দেশ্য ছিল বনঅধিদপ্তরের কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করা এবং এ সকল চ্যালেঞ্জ হতে উত্তরণে সুপারিশ প্রস্তাব করা। পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন।