সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৩

প্রকাশকাল: ১৪ মে ২০২৫

দুর্নীতি উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও দারিদ্র্য দূরীকরণের পথে অন্যতম প্রধান অন্তরায়। বাংলাদেশের দুর্নীতি গণমাধ্যমসহ সাধারণ জনগণের দৈনন্দিন আলোচনা ও উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন নীতিমালা ও কৌশলপত্রে দুর্নীতিকে কার্যকরভাবে প্রতিরোধ করার উদ্দেশ্যে সুশাসন প্রতিষ্ঠা, আইনের প্রয়োগ ও শাসন ব্যবস্থাকে সকলের জন্য, বিশেষ করে দরিদ্রদের জন্য উপযোগী করে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় ও আর্থ-সামাজিক কর্মকান্ডের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি সংঘটিত হয়। রাজনীতি, প্রশাসন ও বেসরকারি খাতের প্রভাবশালীদের যোগসাজশে নীতি-নির্ধারণী পর্যায়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনৈতিক সুবিধা গ্রহণ করাসহ বড় অঙ্কের অর্থের অবৈধ লেনদেন ঘটে, যা সামষ্টিক ও ব্যষ্টিক পরিসরে ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব বিস্তার করে। সাধারণত এসব দুর্নীতিকে বৃহৎ দুর্নীতি হিসেবে বিবেচনা করা হয়। অপরদিকে বিভিন্ন সংস্থা হতে সেবা গ্রহণকালে সেবাগ্রহণকারীরা বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের শিকার হয়। কোনো সেবা গ্রহণকালে সেবার নির্দিষ্ট মূল্যের অধিক অর্থের লেনদেনকে ক্ষুদ্র দুর্নীতি হিসেবে বিবেচনা করা হয়, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে এবং রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করে। বর্তমান জরিপে এসব দুর্নীতির ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা গ্রহণ করা হয়েছে।

সম্পূর্ণ বইটি পড়তে এখানে ক্লিক করুন