দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য সংশোধন করায় লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমসকে স্বাগত জানিয়েছে টিআইবি

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ০৯ অক্টোবর ২০২৫: লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রণীত দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-এ বাংলাদেশের অবস্থানসংক্রান্ত ভুল তথ্যের সংশ্লিষ্ট অংশটি সংশোধন করায় স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ফিন্যান্সিয়াল টাইমসের সংশ্লিষ্ট প্রতিবেদককে তাদের ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের ব্যাপারে টিআইবি অবহিত করার পরপরই সংশোধনটি করা হয়।

ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎকারের অংশ হিসেবে প্রকাশিত ও ০৬ অক্টোবর ২০২৫ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন দৈনিকে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পর টিআইবি গত ০৭ অক্টোবর ২০২৫ এক বিবৃতি প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক করে।

মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিলো যে, বিএনপি সরকারের শাসনামলে বাংলাদেশ টানা পাঁচ বছর দুর্নীতির ধারণা সূচকে সর্বনি¤œ অবস্থানে ছিলো, অথচ বাস্তবে তা ছিলো চার বছর। টিআইবি মূল প্রতিবেদনটির সংশ্লিষ্ট সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে অবহিত করে এবং সংশোধনী প্রকাশের অনুরোধ জানায়। টিআইবির পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিবেদককে আরো জানানো হয় আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০১ সালে বাংলাদেশ প্রথমবারের মতো দুর্নীতির ধারণা সূচকে সর্বনিম্ন অবস্থানে ছিলো।

টিআই ১৯৯৫ সাল থেকে সিপিআই প্রকাশ করে আসছে। ২০০১ সালে বাংলাদেশ প্রথমবারের মতো সূচকে অন্তর্ভুক্ত হলে সেবারই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিলো সর্বনিম্ন। তখন ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এরপর ২০০৫ সাল পর্যন্ত টানা চার বছর সূচকের অন্তর্ভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশের সর্বনিম্ন অবস্থান অপরিবর্তিত ছিলো। তখন ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলো বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট।

টিআই প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থানসংক্রান্ত উল্লিখিত তথ্য-উপাত্ত সকলকে পুনরায় অবগত করার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ভুল বুঝাবুঝির ঝুঁকি এড়িয়ে চলার অনুরোধ করছে টিআইবি।

উল্লেখ্য, সিপিআই নির্ণয়ে টিআইবি কোনো ভূমিকা পালন করে না। এমনকি টিআইবির গবেষণা থেকে প্রাপ্ত কোনো তথ্য বা বিশ্লেষণ সিপিআই-এ অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। পৃথিবীর অন্যান্য দেশের টিআই চ্যাপ্টারের মতো টিআইবিও কেবল টিআই কর্তৃক নির্ধারিত সময় ও তারিখে দুর্নীতির ধারণা সূচক দেশীয় পর্যায়ে প্রকাশ করে মাত্র।

গণমাধ্যম যোগাযোগ:
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩-১০৭৮৬৮
ই-মেইল: tauhidul@ti-bangladesh.org

Read in English

TIB Welcomes the London-based Financial Times Amendment of Relevant Part of Their Incorrect and Misleading Information on Bangladesh’s CPI Ranking


Press Release