জাতীয় সংসদের কার্যকরতার লক্ষ্যে একাদশ জাতীয় সংসদ কার্যক্রম পর্যবেক্ষণের ভিত্তিতে টিআইবি’র সুপারিশ

প্রকাশকাল: ০২ জুন ২০২৪

জাতীয় শুদ্ধাচার ব্যবস্থার মৌলিক স্তম্ভগুলোর মধ্যে জাতীয় সংসদ অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জনকল্যাণমুখী আইন প্রণয়ন ও সংস্কার, জন-প্রত্যাশা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক আলোচনা ও বিতর্ক, নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা, এবং জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করতে জাতীয় সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অন্যতম লক্ষ্য বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে অপরিহার্য প্রতিষ্ঠানসমূহের কার্যকরতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে সহায়ক গবেষণা সম্পাদন ও তার ভিত্তিতে অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করা। সরকারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতকরণে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে সংসদীয় কার্যক্রমের কেন্দ্রীয় ভূমিকার কথা বিবেচনায় রেখে টিআইবি ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে জাতীয় সংসদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করে আসছে। আইন প্রণয়নের আলোচনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ঘাটতি, জনপ্রতিনিধিত্ব ও জবাবদিহি প্রতিষ্ঠাসংক্রান্ত কার্যক্রমসমূহের প্রতি গুরুত্বহীনতা, সংসদীয় কমিটির কার্যকরতার অভাব, তথ্যের উন্মুক্ততার ঘাটতি, কার্যকর বিরোধী দলের অনুপস্থিতি ইত্যাদি কারণে সার্বিকভাবে সংসদের কার্যক্রম অনেকটাই কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে।

জনপ্রতিনিধি হিসেবে সংসদ কার্যক্রমে সদস্যদের দলীয় পরিচয়ের উর্ধ্বে নিরপেক্ষ অবস্থান এবং দায়িত্বশীলতার অভাবে সংসদীয় কার্যক্রমে বিষয়ভিত্তিক, প্রাসঙ্গিক ও গঠনমূলক আলোচনার পরিবর্তে সরকারি ও দলীয় অর্জন ও প্রশংসা, এবং প্রতিপক্ষদলের প্রতি আক্রমণাত্মক সমালোচনাই প্রাধান্য পেয়েছে। আইন প্রণয়ন কার্যক্রমে ব্যয়িত সময়ের হার পূর্বের সংসদগুলোর তুলনায় বৃদ্ধি পেলেও গঠনমূলক আলোচনা ও বিতর্কের ঘাটতি ছিল।

পূর্ববর্তী সংসদগুলোর তুলনায় সার্বিকভাবে জনপ্রতিনিধিত্ব ও জবাবদিহি প্রতিষ্ঠা কার্যক্রমে ব্যয়িত সময়ের হার হ্রাস পেয়েছে। অন্যদিকে, সার্বিকভাবে সংসদীয় কমিটির মাধ্যমে নির্বাহী বিভাগকে জবাবদিহির আওতায় আনা প্রত্যাশিত পর্যায়ে কার্যকর ছিল না। এছাড়া, কোরাম সংকটের কারণে রাষ্ট্রীয় সম্পদের অপচয় অব্যহত রয়েছে। সরকারি দলের নির্বাচনী ইশতেহারে ঘোষিত সংসদ কার্যকর করা সংক্রান্ত অঙ্গীকারের প্রতিফলন দেখা যায়নি এই সংসদে।

পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন