৩০ সেপ্টেম্বর ২০২০

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন খাত, প্রতিষ্ঠান ও বিষয় নিয়ে গবেষণা ও অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় পুরনো ঢাকার অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান অংশীজনদের দায়িত্ব, সক্ষমতা এবং চর্চায় সুশাসনের ঘাটতিগুলো কী কী, প্রায় দশ বছর পরেও তদন্ত কমিটি ও আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্সের সুপারিশ এবং উচ্চ আদালতের আদেশ কেন কার্যকর হচ্ছে না তা নিয়ে সুনির্দিষ্ট গবেষণার প্রয়োজনীয়তার প্রেক্ষিতে টিআইবি ‘নিমতলী, চুড়িহাট্টা এবং অতঃপর: পুরনো ঢাকার অগ্নি নিরাপত্তা নিশ্চিতে সুশাসনের চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে, যা ২০২০ সালের ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। এই পলিসি ব্রিফ উপরোক্ত গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে প্রণীত।

পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন।