12 March 2018

বাংলাদেশে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার মাধ্যমে বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন, নবায়ন ও মান নিয়ন্ত্রণে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ খাতের অন্যান্য অংশীজনের মধ্যে রয়েছে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), জেলা পর্যায়ের সিভিল সার্জন, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। তবে চিকিৎসাসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সত্ত্বেও বিভিন্ন গবেষণা প্রতিবেদন ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এর সেবা সম্পর্কে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপিত হয়।
পলিসি ব্রিফ এখানে