20 September 2017
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) স্থানীয় ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাত ও প্রতিষ্ঠানের ওপর সুশাসন সহায়ক গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারবাহিকতায় টিআইবি কর্তৃক পরিচালিত “সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ-২০১৫” শীর্ষক জরিপে পাসপোর্ট সেবা শীর্ষ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হবার পর এ সেবার মান উন্নয়ন এবং অনিয়ম ও দুর্নীতিরোধে টিআইবি এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পাসপোর্ট সেবায় বিদ্যমান সমস্যা ও সুশাসনের চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণে একটি নিবিড় গবেষণার বিষয়টি আলোচিত হয়। এ প্রেক্ষিতে পরবর্তীতে টিআইবি “পাসপোর্ট সেবায় সুশাসন: চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক একটি গবেষণা পরিচালনা করে যা ২০১৭ সালের ২১ আগস্ট প্রকাশ করা হয়। এই গবেষণার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে টিআইবি পাসপোর্ট সেবার মান উন্নত, টেকসইকরণ এবং অনিয়ম ও দুর্নীতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার জন্য এই পলিসি ব্রিফটি উপস্থাপন করছে।
পলিসি ব্রিফ এখানে