সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর - এর সদস্য ও সাবেক সভাপতি জনাব মোঃ ইয়াকুব খান শিশির এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

প্রকাশকাল: ২৪ জানুয়ারি ২০২৬

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর - এর সদস্য ও সাবেক সভাপতি জনাব মোঃ ইয়াকুব খান শিশির (জন্ম: ০১ জানুয়ারি ১৯৬১) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি হৃদরোগসহ নানাবিধ স্বাস্থ্যজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ২১ জানুয়ারি ২০২৬ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জনাব ইয়াকুব খান শিশির ২৩ জুলাই ২০০৬ হতে সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর এর সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মোঃ ইয়াকুব খান শিশির কর্মজীবনে শিক্ষকতার মহান ব্রতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ-এ বাংলা বিভাগে অধ্যাপনা করেন এবং একই প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেন। তিনি স্থানীয় সংবাদপত্র ‘মাদারীপুর সংবাদ’ এর সম্পাদক, দৈনিক ‘সমকাল’ ও বাংলাভিশন টিভি’র জেলা প্রতিনিধি এবং মাদারীপুর প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সমাজে তাঁর অবদান মাদারীপুরে বেশ সমাদৃত।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় জনাব মোঃ ইয়াকুব খান শিশির এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), ঢাকা ইয়েস, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশান (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ হতে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Notice