প্রকাশকাল: ০৮ অক্টোবর ২০২৫
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, পিএইচডি এর মৃত্যুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গভীরভাবে শোকাহত। তিনি ২৬ এপ্রিল ২০১০ থেকে টিআইবির আজীবন সদস্য ছিলেন। বুধবার, ৮ অক্টোবর ২০২৫ রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
তোফায়েল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক ও গবেষক হিসেবে কাজ করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) স্থানীয় সরকার উপদেষ্টা এবং বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন।
বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বেগবান করায় ও সুশাসন প্রতিষ্ঠায় তোফায়েল আহমেদের অবদান অনন্য। তাঁর প্রজ্ঞা, সততা ও নিষ্ঠা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। টিআইবির ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের বিভিন্ন এলাকার সনাক, ইয়েস, এসিজি, ঢাকা ইয়েস এবং ওয়াইপ্যাক-এর সদস্যদের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।