সনাক, শ্রীমঙ্গল - এর সহ-সভাপতি অধ্যাপক মো. বদরুল আলম’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
প্রকাশকাল:
১৭ নভেম্বর ২০২০
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল - এর সহ-সভাপতি অধ্যাপক মো. বদরুল আলম’র (জন্ম: ১৫ জুলাই ১৯৫৪) মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ নভেম্বর ২০২০ সকাল ৭.২০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক মো. বদরুল আলম সনাক সদস্য হিসাবে ৮ জানুয়ারি ২০১৩ হতে সনাক, শ্রীমঙ্গল - এর সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক অধ্যাপক মো. বদরুল আলম মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, শ্রীমঙ্গল - এর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সিলেট এম সি কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ এবং সর্বশেষ মৌলভীবাজার সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বি এ (অনার্স) এবং এম এ ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক মো. বদরুল আলম শিক্ষা ক্যাডারের একজন প্রথিতযশা শিক্ষক হিসেবে দেশের স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অধ্যাপক মো. বদরুল আলম এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক-এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।