প্রকাশকাল: ২৯ জানুয়ারি ২০১৯
বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (করাপশন পারসেপশনস্ ইনডেক্স বা সিপিআই) ২০১৮ অনুযায়ী সূচকের ০-১০০ এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৬ যা ২০১৭ এর তুলনায় ২ পয়েন্ট কম। তালিকার নিম্নক্রম অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম যা ২০১৭ এর তুলনায় ৪ ধাপ নিম্নে এবং ঊর্দ্ধক্রম অনুযায়ী ১৪৯তম যা ২০১৭ এর তুলনায় ৬ ধাপ অবনতি। এবছর একই স্কোর পেয়ে বাংলাদেশের সাথে তালিকার নিম্নক্রম অনুযায়ী ১৩তম অবস্থানে সম্মিলিতভাবে আরও রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও উগান্ডা।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন
2018 CPI Asia Pacific Regional Results & Analysis
2018 CPI Global Results Analysis
2018 CPI Short Methodology Note
2018 CPI Technical Methodology Note
2018 CPI Brochure (Bangla)
2018 CPI FAQ (Bangla)
For recorded video of the press conference on CPI 2018 release, Please click on the convenient platform (Facebook, Youtube).