ডিসক্লেইমার

এই ড্যাশবোর্ড উন্নয়নের জন্য সকল তথ্য-উপাত্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইট (http://www.ecs.gov.bd/page/holofnnama-np) এ আপলোডকৃত নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা থেকে সংগ্রহ করা হয়েছে। এই ড্যাশবোর্ডের জন্য সংগৃহীত তথ্য-উপাত্তে মানবীয় ভুলের সুযোগ নেই- টিআইবি এমন দাবি করে না। ফলে কোনো তথ্য-উপাত্তসংক্রান্ত অনিচ্ছাকৃত গড়মিল বা ভুল দৃষ্টিগোচর হলে টিআইবিকে info@ti-bangladesh.org এই মেইলের মাধ্যমে জানানোর অনুরোধ জানাচ্ছি। টিআইবি যাচাইপূর্বক তাৎক্ষণিকভাবে তা শুধরে নেবে।

JOIN TIB. FIGHT AGAINST CORRUPTION

Have your say in our work and help us be there for people at risk – become a member today.

HOW DO I JOIN?