সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫:বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে এবং আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলার বিচারক ও আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য “জলবায়ু পরিবর্তন ও পরিবেশ-সংক্রান্ত মামলা, বিচার এবং আইনের শাসন” (Climate Change Litigation, Environmental Adjudication & Rule of Law) বিষয়ক দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বাংলাদেশে জলবায়ু-সম্পর্কিত বিরোধ-নিষ্পত্তির ক্ষেত্রে অংশগ্রহণকারীদেরকে সাংবিধানিক ও আন্তর্জাতিক পরিবেশ আইন, ন্যায়বিচার এবং প্রয়োগযোগ্য কার্যকরী জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার টিআইবির ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত ও যুগ্ম জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ ২৫ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিচারকগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “জাতীয় পর্যায়ে গবেষণা ও ইউনেপ (UNEP)-সহ আন্তর্জাতিক বিশ্লেষণ অনুযায়ী যেসব দেশে পরিবেশ আইনের যথাযথ প্রয়োগে ঘাটতি সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এক্ষেত্রে বৈশ্বিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে, পরিবেশ আদালতের সম্মানিত বিচারক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জনবলের দক্ষতার অধিকতর বিকাশের গুরুত্ব অনুধাবন করে, টিআইবি এ উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও টিআইবি সক্ষমতা অনুযায়ী এ প্রক্রিয়া অব্যাহত রাখতে সচেষ্ট থাকবে। টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের।
প্রশিক্ষণে দিনব্যাপী বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন অস্ট্রেলিয়ার ম্যাককুয়েরি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ও পরিবেশ আইনের অধ্যাপক ড. শওকত আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইকরামুল হক। এসময় আইনের শাসন, সুশাসন ও আন্তর্জাতিক পরিবেশগত মূলনীতি; বৈশ্বিক ও দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত আইনের ব্যবহারবিধি এবং বাংলাদেশের আইনি কাঠামোতে পরিবেশ ও জলবায়ু-সংক্রান্ত বিচারিক প্রতিকার ও প্রতিফলন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। প্রশিক্ষণে দলগত অনুশীলন এবং আলোচনার মাধ্যমে আইনের নানা দিক, বৈশ্বিক চর্চা ও পরিবেশগত ন্যায়বিচারের প্রতি দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনার মধ্য দিয়ে জলবায়ু অভিযোজন ও পুনর্বাসন কার্যক্রম মূল্যায়ন করা হয়।
দলগত কাজে অংশগ্রহণকারী বিচারক ও কর্মকর্তগণ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি, শিল্প-পরিবেশগত মান নিয়ন্ত্রণসহ তাদের পেশাগত বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় প্রশিক্ষণের বিষয়বস্তু তাদের কাজের সাথে কতটা গভীরভাবে যুক্ত- তা উল্লেখ করে অংশগ্রহণকারীরা জানান, আইন প্রয়োগের দুর্বলতা, প্রাতিষ্ঠানিক জটিলতা, এবং নিয়মতান্ত্রিক সীমাবদ্ধতার নানা চ্যালেঞ্জ কার্যকর পরিবেশ সুরক্ষাকে বাধাগ্রস্ত করছে। এসব সমস্যা সমাধানে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসময় তারা পরিবেশ সংরক্ষণে আশু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নদী দূষণ-রোধে শিল্পবর্জ্য নিরীক্ষা ও আইনের কঠোর প্রয়োগ, স্থানীয় সম্প্রদায়কে সম্পৃক্ত করে বন উজাড়-রোধে বন সংরক্ষণ আইন কার্যকর করা, নগর এলাকায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি; উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ অঞ্চলের জনগোষ্ঠীর জন্য জলবায়ু অভিযোজন ও পুনর্বাসন কার্যক্রম ইত্যাদি বিষয়ের ওপর জোর দেন তারা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন টিআইবির নির্বাহী পরিচালক, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা এবং প্রশিক্ষকবৃন্দ। এসময় প্রশিক্ষণ নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করে, টিআইবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারী বিচারক ও কর্মকর্তাবৃন্দ।
গণমাধ্যম যোগাযোগ:
মোহাম্মদ তৌহিদুল ইসলাম
পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭১৩-১০৭৮৬৮
ই-মেইল: tauhidul@ti-bangladesh.org