প্রকাশকাল: ১৬ আগস্ট ২০২৩
“সেবাখাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ” ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর একটি অন্যতম প্রধান গবেষণা কার্যক্রম। ১৯৯৭ সাল থেকে টিআইবি এই জরিপ ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে। এই জরিপের মূল উদ্দেশ্য বাংলাদেশের খানাগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবাখাতে দুর্নীতির প্রকৃতি ও মাত্রা নিরূপণ করা এবং জরিপের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দিক-নির্দেশনামূলক সুপারিশ প্রদান করা। ২০২১ সালের জরিপে অন্তর্ভুক্ত খানাগুলো ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত সময়ে বিভিন্ন সেবাখাতে সেবা গ্রহণের সময় যেসব দুর্নীতি ও হয়রানির সম্মুখীন হয়েছে, তার ওপর তথ্য সংগ্রহ করা হয়। জরিপ প্রতিবেদনে ভূমিসহ মোট ১৭টি সেবা খাতের ওপর বিশ্লেষণধর্মী ফলাফল উপস্থাপন করা হয়, যা ৩১ আগস্ট ২০২২ তারিখে প্রকাশিত হয় এবং সংশিষ্ট কর্তৃপক্ষসহ অংশীজনের নিকট প্রেরণ করা হয়।
ভূমি মানুষের দৈনন্দিন জীবনধারণ, সামাজিক রীতিনীতি ও অর্থনৈতিক কর্মকান্ডের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন ভূমির ব্যবস্থাপনা বিশেষ করে ভূমি হস্তান্তর প্রক্রিয়া সম্পাদন, রেজিস্ট্রেশন, ভূমি জরিপ, রেকর্ড ব্যবস্থাপনা ও সংরক্ষণ ইত্যাদি কারণে ভূমি প্রশাসনের সেবা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর ভূমি উন্নয়ন কর, জলমহল ইজারা, তফসিলভুক্ত লিজ সম্পত্তি বাবদ বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়।
ভূমি খাতে সেবা প্রদান প্রক্রিয়ায় সাম্প্রতিক কালে ডিজিটালাইজেশন একটি উল্লেখযোগ্য ইতিবাচক অগ্রগতি। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনার করার কথা বলা হলেও “সেবাখাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ ২০২১”-এ ভূমি খাতের বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে।
উপরোক্ত গবেষণার ওপর ভিত্তি করে এই পলিসি ব্রিফ তৈরি করা হয়েছে।
পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন