Governance Challenges in Medical Waste Management and Way Out

প্রকাশকাল: ০২ এপ্রিল ২০২৩

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন খাত ও প্রতিষ্ঠান নিয়ে গবেষণা ও অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে থাকে। টিআইবি’র অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর মধ্যে পরিবেশ ও স্বাস্থ্য অন্যতম। পরিবেশ দূষণ রোধ, জনস্বাস্থ্যের সুরক্ষা এবং স্বাস্থ্য সেবায় জড়িত অংশীজনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি যুগোপযোগী ও কার্যকর চিকিৎসা বর্জ্য প্রক্রিয়াজাতকরণ ও ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ সংশ্লিষ্ট অংশীজনের ওপর সমন্বিতভাবে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর ব্যবস্থা তৈরির দায়িত্ব রয়েছে।

এ প্রেক্ষিতে চিকিৎসা বর্জ্য ব্যস্থাপনার বিদ্যমান কাঠামো ও এক্ষেত্রে গৃহীত কার্যক্রমসমূহ সুশাসনের দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে টিআইবি সম্প্রতি ‘চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক একটি গবেষণা পরিচালনা করে যা ২০২২ সালের ১৩ ডিসেম্বর প্রকাশিত হয়। এ গবেষণার উদ্দেশ্যগুলো ছিল চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা এবং উপযুক্ত সুপারিশমালা প্রস্তাবনা আকারে সংশ্লিষ্ট অংশীজনের নিকট উপস্থাপন করা। গবেষণার পূর্ণ প্রতিবেদন ও অন্যান্য নথি সংশ্লিষ্ট অংশীজনের কাছে প্রেরণ করা হয়েছে, যা টিআইবির ওয়েবসাইটেও পাওয়া যাবে।

উপরোক্ত গবেষণার ওপর ভিত্তি করে এই পলিসি ব্রিফ তৈরি করা হয়েছে।

পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন