প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০২৩
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন খাত ও প্রতিষ্ঠান নিয়ে গবেষণা ও অধিপরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুর পর মার্চ ২০২০ থেকে এপ্রিল ২০২২ পর্যন্ত সময়ে করোনাভাইরাস সংকট মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমসমূহে সুশাসনের চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শমূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে টিআইবি ধারাবাহিকভাবে চারটি গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে।
গবেষণায় প্রাপ্ত সার্বিক ফলাফলের ভিত্তিতে টিআইবি এই পলিসি ব্রিফটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার জন্য উপস্থাপন করছে
পুরো পলিসি ব্রিফের জন্য এখানে ক্লিক করুন।