Policy Brief on Cooperative Study: Governance Challenges and Way Forward
31 January 2019
দেশব্যাপী দুর্নীতিবিরোধী চাহিদা ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জাতীয় ও স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিষয় নিয়ে গবেষণা ও তার ভিত্তিতে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে থাকে। সমসাময়িক বিভিন্ন আলোচিত খাতে সুশাসন টিআইবি’র গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রমের অন্যতম প্রাধান্যের ক্ষেত্র। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কিত কর্মকা-ের কারণে সমবায় খাত বহুলভাবে আলোচিত হয়েছে, বিশেষ করে এ খাতের প্রধান অনুসঙ্গ সমবায় সমিতির নানা ধরনের অনিয়ম-দুর্নীতির সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ প্রেক্ষিতে ২০১৪ সালের ১৫ এপ্রিল টিআইবি ‘সমবায় সমিতি ব্যবস্থাপনা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এবং সমবায় সমিতি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠায় সুপারিশ প্রণয়ন করে। গবেষণার ফলাফলের ভিত্তিতে সমবায় সমিতি তথা সার্বিক সমবায় খাতের ব্যবস্থাপনায় চিহ্নিত সুশাসনের চ্যালেঞ্জ ও অন্যান্য বিদ্যমান সমস্যার প্রেক্ষিতে জনগুরুত্বপূর্ণ এই খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষের বিবেচনার জন্য হালনাগাদ এই পলিসি ব্রিফ উপস্থাপন করা হল।