দশম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার
প্রকাশকাল:
২৮ নভেম্বর ২০১৩
গৌরবময় স্বাধীনতার বিয়াল্লিশ বছরে উন্নয়ন ও সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসনীয় ও অনুকরণীয় কৃতিত্ব লাভ করেছে। শত প্রতিকূলতা সত্ত্বেও গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সুশাসন প্রতিষ্ঠায় হয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি। এ ব্যাপারে রাজনৈতিক দল ও নেতৃত্বের কেন্দ্রীয় ভূমিকা সর্বজনবিদিত। রাজনৈতিক দলের নির্বাচনী অঙ্গীকার ও তার কার্যকর বাস্তবায়ন যেমন একদিকে আর্থ-সামাজিক উন্নয়ন ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে সহায়ক ভূমিকা পালন করে তেমনি অন্যদিকে জনগণের কাছে জবাবদিহি ও অংশগ্রহণমূলক সুশাসন কাঠামো সুদৃঢ় করার অনুঘটক হিসেবেও কাজ করে।