Policy Brief on Health Consultation (Bangla)

Published: 19 September 2013

পলিসি ব্রিফ: স্বাস্থ্যসেবায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়

সেবা খাতে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালনের অংশ হিসেবে ২০১৩ সালের ৩ জুলাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ঢাকায় ‘স্বাস্থ্যসেবায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়: জেলা ও উপজেলা পর্যায়ের অভিজ্ঞতা-ভিত্তিক পরামর্শ সভা’র আয়োজন করে। এই পরামর্শ সভার মাধ্যমে স্বাস্থ্য খাতের স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি ও মাননীয় স্বাস্থ্যমন্ত্রীসহ জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারক শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময়ের সুযোগ ঘটে। টিআইবি প্রণীত গবেষণা ফলাফল ও নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে প্রাপ্ত তথ্যের পাশাপাশি এই সভায় আগত স্থানীয় মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতার আলোকে স্বাস্থ্যসেবা খাতে স্থানীয় পর্যায়ে সুশাসনের চ্যালেঞ্জসমূহ পর্যালোচনা করেন এবং কেন্দ্র থেকে কী ধরনের সহায়তা বা নীতি-নির্ধারণী সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে তা তুলে ধরেন।

 

পুরো পলিসির জন্য এখানে ক্লিক করুন