Policy Brief on National Integrity System Assessment Bangladesh Judiciary

Published: 01 February 2011

পলিসি ব্রিফ

বিচার ব্যবস্থার উৎকর্ষ বৃদ্ধিতে টিআইবির সুপারিশ

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের ন্যায়বিচার প্রাপ্তির শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্ব সবচেয়ে বেশি। শক্তিশালী আইনী কাঠামো ও দক্ষ আদালত একটি দেশের জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনমুখী কার্যকর সরকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের বিচার ব্যবস্থা গৌরবময় ঐতিহ্যের অধিকারী হলেও এতে রয়েছে দীর্ঘ দিনের লালিত নানাবিধ সমস্যা। যার ফলে বিচার ব্যবস্থার উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা সামপ্রতিককালে জাতীয়ভাবে প্রাধান্য পেয়েছে। এর প্রতিধ্বনি পাওয়া যায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান বিচারপতি, আইন বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রীর বক্তব্যে, এবং সরকারের নির্বাচনী অঙ্গীকারে, গণমাধ্যম প্রতিবেদনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র গবেষণায়।

পুরো পলিসির জন্য এখানে ক্লিক করুন