Published: 24 April 2012
পলিসি ব্রিফ
সড়ক পরিবহন ব্যবস্থায় অবৈধ চাঁদা আদায় বন্ধে টিআইবি’র সুপারিশ
সড়ক পরিবহন ব্যবস্থা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। জনগুরুত্বপূর্ণ এই খাতে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জিভূত বহুমুখি চ্যালেঞ্জ যার কেন্দ্রবিন্দুতে রয়েছে লাগামহীন অবৈধ চাঁদা আদায়। সড়ক পথে অবৈধ চাঁদা আদায়ের ফলে দ্রব্যমূল্যসহ জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পায়। সরকারের নির্বাচনী অঙ্গীকারে অবৈধ চাঁদা আদায়সহ সকল প্রকার অনুপার্জিত আয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষিত হয়েছিল। জাতীয় সংসদ ভবনে শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক উপ-কমিটির সভায় সড়ক পরিবহনে অবৈধ চাঁদা আদায় বন্ধের উপায় নিয়ে আলোচনা করা হয়। এই সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালককে আমন্ত্রণ জানানো হয়েছিল। এতে আলোচনার মূল বিষয় ছিল চাঁদা আদায় বন্ধ করার প্রত্যাশায় চাঁদা নির্ধারণের প্রস্তাব। টিআইবি এই প্রস্তাবকে নৈতিকতার বিচারে অগ্রহণযোগ্য ও লক্ষ্য অর্জনের সম্ভাবনার বিবেচনায় অবাস্তব মনে করে এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে।
পুরো পলিসির জন্য এখানে ক্লিক করুন।