Published: 18 April 2013
সামাজিক বিজ্ঞান গবেষণার স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে প্রণীত এই কার্যপত্রে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত অভিজ্ঞতা পর্যালোচনা, বিভিন্ন সংসদীয় গণতান্ত্রিক দেশের নির্বাচনকালীন সরকার কাঠামো বিশ্লেষণ, নির্বাচনকালীন সরকারব্যবস্থার বিভিন্ন ধরন আলোচনা, বাংলাদেশে ইতোমধ্যে প্রচলিত কাঠামোসমূহের কার্যকরতা বিশ্লেষণ, এবং নির্বাচনকালীন সরকারব্যবস্থা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থান, যৌক্তিকতা ও চ্যালেঞ্জসমূহ পর্যালোচনা করা হয়েছে।