বরগুনা জেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাইশতবক সরকারি প্রাথমিক বিদ্যালয়। সচেতন নাগরিক কমিটি ( সনাক),বরগুনা বাইশতবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষার মান বৃদ্ধির জন্য ২০১৭ সালের ৯ই মার্চ ১ম সভা করা হয় অথরিটির সাথে। তখন বাইশতবক স্কুলে প্রধান শিক্ষকসহ মোট ৩ জন শিক্ষক ।যাকিনা একটি স্কুল পরিচালনায় অনেক সমস্যা কিংবা বাঁধার সম্মুখীন হত। ১ম সভা চলাকালীন সময় জেলা শিক্ষা কর্মকর্তা জনাব আব্দুল মজিদ বাইশতবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক পদায়নের জন্য আশ্বাস দেন । তারই ধারাবাহিকতায় বরগুনা সনাক ২০১৭ সালের ৩১ জুলাই ২য় মেয়াদে সভা করেন অথরিটির সাথে। সভা চলাকালীন সময়ে জেলা শিক্ষা কর্মকর্তা জনাব আব্দুল মজিদ বলেন "নিয়োগটি প্রক্রিয়াধীন আছে, হলেই বাইশতবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদায়ন করা হবে"।বরগুনা সনাকের সহযোগিতায় অবশেষে অক্টোবর মাসে বাইশতবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হয়। অনেক অনেক ধন্যবাদ জেলা কর্মকর্তা জনাব আব্দুল মজিদ স্যার।