শিক্ষক যাকে মানুষ গড়ার কারিগর বলা হয়, কখনও ভাবিনি সেই শিক্ষক নিয়ে আমি এমন কিছু লিখব, তবে সকল নীতিবান ও আদর্শ শিক্ষকদের নিয়ে লিখছিনা, লিখছি সেই সকল অসাধু শিক্ষকদের নিয়ে যারা নিজেদের দায়িত্তে অবহেলা করেন এবং নিজের ব্যাবসাকে বেশি প্রাধান্য দেয়, তাদের কাছে খুব জানতে ইচ্ছা করে যে সরকার কি তাদের বেতন দেয়না?? যদি তারা বেতনভুক্ত শিক্ষক হয়ে থাকেন তাহ্লে কেন তারা শিক্ষক্তার এই মহান পেশা আর ব্যাবসাকে এক করে ফেলেন?? ।