টিআইবি একটি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন।
তারা মনে করে, সবার মাঝে এই দুর্নীতিবিরোধী ধারণা তৈরিতে এর প্রচার এবং প্রসার দুটোই প্রয়োজন। এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ তাই তথ্যের অবাধ প্রবাহের জন্য অনলাইনে সক্রয়তার বিশেষ প্রয়োজন রয়েছে।
TIB এর ফেসবুক পেজটি ভেরিফাই করা হলে সবচেয়ে ভালো হয়।
এখন আসি twitter নিয়ে, twitter একটা মাইক্রোব্লগিং সাইট। এখানে টিআইবি টিমের দৃষ্টি নেই বললেই চলে। আজ পর্যন্ত তাদের tweet সংখ্যা ০১। অথচ নভেম্বর মাসে ঢাকায় আমাদের জলবায়ু অর্থায়নেস্বচ্ছতা বিষয়ক কর্মশালায় এবিষয়ে বললে তারা বলেছিল Twitter এ তাদের সক্রিয়তা রয়েছে। সেই সক্রিয়তার প্রমাণ এতো দিনেও সেখানে নতুন কোন tweet নেই ... এমনকি তাদের ফেসবুকে “Transparency International Bangladesh (TIB)” ২৬ জানুয়ারি পোস্টের রিপ্লাইতেও তারা জানায় তারা সক্রিয় হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন…
এছাড়াও গুগল একটা গ্রুপ রয়েছে টিআইবি এর। এটা মূলত ইয়েস সদস্যদের জন্য।
আমার একটা সাজেশন আছে, আপনারা গুগল গ্রুপের পাশাপাশি একটা ফেসবুক গ্রুপ করেন ইয়েস সদস্যদের জন্য। আমরা চার জন একটা "ইয়েস গ্রুপ (YES GROUP)” নামে ফেসবুকে গ্রুপ চালাই, আমাদের সদস্য সংখ্যা ৪৫০ জন। আপনারা ফেসবুক পেজের পাশাপাশি ফেসবুকে একটা গ্রুপ পরিচালনা করেন, দেখবেন এতে ইয়েস সদস্যরা সবাই আরও সক্রিয় থাকবে।
অনেকেই নেটের সুলভ মূল্য না হওয়াতে জিরো ফেসবুক ব্যাবহার করে। কিন্তু গুগল গ্রুপে এবং ব্লগ দুটোতে ঢুকতেও এম্বি লাগে। প্রায় ৭০ শতাংশ ইয়েস এর ফেসবুক আছে। কিন্তু রেগুলার মেইল কয়জন চেক করে?? কিন্তু দিনশেষে তারা একটিবার হলেও ফেসবুকে ঢু মারেন।
পরিশেষে, অনলাইন অফলাইন সবক্ষেত্রেই সক্রিয় বিচরণ দ্বারা দুর্নীতির বিরুদ্ধে মানুষকে জাগাতে সক্ষম হোক, এই প্রত্যাশায়।
Comments
twitter.com/tib1971
আমি এটাকে ফলো করতাম। আমি জানতাম না নতুন লিংক সম্পর্কে।
www.youtube.com/.../videos
twitter.com/tib1971bd
flickr.com/.../107468971@N02
RSS feed for comments to this post