• header_en
  • header_bn

সনাক, চকরিয়া এর ইয়েস সদস্য মো. জাহাঙ্গীর আলম এর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়া এর ইয়েস সদস্য মো. জাহাঙ্গীর আলম এর অকাল মৃত্যুতে টিআইবি পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। ২৬ আগস্ট ২০১৭ আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর ৭ মাস। মো. জাহাঙ্গীর আলম ২০১৫ সাল থেকে সনাক, চকরিয়া এর ইয়েস সদস্য হিসেবে সম্পৃক্ত ছিলেন। ইয়েস কার্যক্রমে তার অবদান, ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। এ সময় তিনি ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা, বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সভা, মা সমাবেশ, তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন, বিভিন্ন দিবস উদ্যাপন এবং দুর্নীতিবিরোধী বিভিন্ন প্রচার কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। জাহাঙ্গীরের অকাল মৃত্যুতে আমরা দুর্নীতিবিরোধী আন্দোলনের একজন তরুণ সৈনিক ও সম্ভাবনাময় কর্মী হারালাম। সনাক, চকরিয়া এর কার্যক্রমে মো. জাহাঙ্গীর আলম এর সক্রিয় ভূমিকা দুর্নীতিবিরোধী আন্দোলনে অনেক গতিশীলতা এনেছে। সনাক এর যেকোনো কার্যক্রমে তার সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অন্যান্য ইয়েস সদস্যসহ আমাদের সকলকে অনুপ্রাণিত করতো।
টিআইবি’র ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।