• header_en
  • header_bn

Charter on Citizen's Expectation on the Role of Parliament and Parliamentarians

জাতীয় সংসদ ও সংসদ সদস্যদের ভূমিকা:

জনগণের প্রত্যাশা

গত সতের বছর (১৯৯১-২০০৮) ধরে বাংলাদেশে বহুদলীয় সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতি বিদ্যমান। জাতীয় সততা ব্যবস্থারএকটি প্রধান প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সংসদ একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেএটা জনগণের প্রত্যাশা। কিন্তু অধিবেশনে কোরাম সংকট, বিরোধী দলের লাগাতার সংসদ বর্জন, সরকারি দলের সদস্যদেরসংসদে আসার প্রতি অনীহা, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশগ্রহণে আগ্রহের অভাব, বেশিরভাগ মন্ত্রীদের সংসদেঅনুপস্থিতি, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর অনিয়মিত বৈঠক এবং গুরু ত্বপূর্ণ বিষয়ে আলোচনা না হওয়া, ইত্যাদি কারণে জাতীয়সংসদ তার প্রত্যাশিত ভূমিকা পালনে অনেকাংশেই ব্যর্থ হয়েছে । এছাড়াও সংসদ সদস্যদের আইন-বহির্ভূত বিভিনড়ব কর্মকাণ্ড ওঅনিয়মের সাথে জড়িত হওয়ার অভিযোগ ওঠে। সংসদ সদস্যদের সংসদে অনুপস্থিতি ও দেরিতে আসার প্রবণতা এতই প্রবলছিল যে অষ্টম সংসদে পাঁচটি বিল প্রয়োজনীয় কোরাম ছাড়াই উত্থাপিত ও অনুমোদিত হয়। এর ফলে সংসদ ও সংসদসদস্যদের কাছে মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তর পার্থক্য তৈরি হয়েছে।

পুরো রিপোর্টের জন্য ক্লিক করুন

বুকলেটের জন্য ক্লিক করুন