• header_en
  • header_bn

সিলেটে টিআইবি’র অনুপ্রেরণায় কর্মরত ইয়েস এর সাংস্কৃতিক কর্মকান্ডে নাশকতামূলক আক্রমনের বিরুদ্ধে টিআইবি’র প্রতিবাদ

সিলেটে টিআইবির অনুপ্রেরণায় কর্মরত ইয়েস এর সাংস্কৃতিক কর্মকান্ডে নাশকতামূলক আক্রমনের বিরুদ্ধে টিআইবির প্রতিবাদ

ঢাকা, ১১ মে ২০১২: টিআইবির অনুপ্রেরণায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তরুণদের ফোরাম ইয়েস-এর সিলেট শাখার নাট্যদলের প্রযোজনাভিত্তিক নাট্য কর্মশালার স্থানে গত ১০ মে দিবাগত রাতে দুর্বৃত্ত কর্তৃক আক্রমন ও ভাংচুরের ঘটনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে। উল্লেখ্য, ইয়েস সিলেট নাট্যদল শ্রীহট্ট সংস্কৃতি কলেজ, সিলেট মিলনায়তনে গত ৭ মে থেকে দুর্নীতিবিরোধী নাট্যকর্মশালা পরিচালনা করে আসছিল। গত ১০ মে রাতে দুর্বৃত্তরা নাট্যকর্মশালায় ব্যবহৃত হারমোনিয়াম, ঢোলসহ যাবতীয় সাজ-সরঞ্জাম ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। দুর্বৃত্তরা আক্রমনের ঘটনাস্থলে “হিজবুত তাহরীর এর পোস্টারসহ উগ্র সাম্প্রদায়িক শ্লোগান ও হুমকির আলামত রেখে গেছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয় বলে মনে করছে টিআইবি। এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, “ধর্মান্ধ ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী আমাদের স্বাশ্বত সাংস্কৃতিক চর্চায় আঘাত হেনে স্বাধীনতার স্বপ্ন নস্যাৎ করতে চাইলেও বাংলাদেশের দুর্জয় তরুণরা বাংলার গৌরবময় সংস্কৃতিকে ধারন করেই দুর্নীতি প্রতিরোধে সক্রিয় থাকবে।

তিনি আরো বলেন, “বাংলাদেশের মানুষ যেমন ধর্মপ্রাণ, তেমনি সকল প্রকার গোড়ামী ও উগ্র ধর্মান্ধতার ঊর্ধে¦ থেকে সাংস্কৃতিক চর্চা ও নাটকের মত সংস্কৃতি মাধ্যম সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে এদেশের গৌরবময় ইতিহাসের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। এধরনের অন্ধ গোড়ামী মহলের নির্লজ্জ আক্রমন আমাদের গৌরবময় অতীতের ন্যায় বর্তমানেও দেশপ্রেমে অনুপ্রাণিত সুস্থ সুন্দর সাংস্কৃতিক চর্চাকে ব্যাহত করতে পারবে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকার, বিশেষ করে সিলেট প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানান।

Media Contact