• header_en
  • header_bn

Candlelight vigil to stop violence against women & children (Bangla)

ধর্ষণ ও গণধর্ষণসহ সকল প্রকার যৌননির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ

এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে

কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ ও মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠান আয়োজন করেছে টিআইবি

১২ জানুয়ারি, শনিবার, ঢাকা: সম্প্রতি টাঙ্গাইলে স্কুলছাত্রী, ঢাকা, নরসিংদী, ফরিদপুর ও পার্বত্য চট্টগ্রামের আদিবাসীসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় মানুষ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।সংবিধানের ১০ নং অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জীবনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্রীয় বিভিন্ন উদ্যোগের পটভূমিতে রাজনীতি, শিক্ষাঙ্গন, সরকারি-বেসরকারি অফিস, আদালত, প্রশাসন, পোশাকশিল্প, প্রতিরক্ষা, আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা যখন স্বীয় যোগ্যতা ও মেধায় উচ্চাসনে অধিষ্ঠিত হচ্ছে, সেই স্বর্ণালী অধ্যায়ের বুকে আঁধার হয়ে বিরাজ করছে নারী ও শিশুদের প্রতি সাম্প্রতিক যৌন সহিংসতার মিছিল।

ধর্ষণ ও গণ ধর্ষণসহ সকল প্রকার যৌননির্যাতন এবং নারী ও শিশুর প্রতিসহিংসতা বন্ধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৩ জানুয়ারি ২০১৩, রবিবার, সন্ধ্যা ৫.৩০ মিনিটে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে এক সংহতি সমাবেশ ও মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

নারীর প্রতি সহিংসতা বন্ধের এই সমাবেশে নারী অধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সমমনা সংগঠন, গণমাধ্যমসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে টিআইবি।