• header_en
  • header_bn

সনাক, রংপুর’র সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর’র সদস্য, সাবেক সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য’র (জন্ম: ০৩ ডিসেম্বর ১৯৪৩ ইং) মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ নভেম্বর ২০২০ রাত ১:০০টায় রংপুর কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এছাড়াও তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ২০০৯ সালের ০৪ অক্টোবর থেকে সনাক, রংপুরের সাথে সম্পৃক্ত হয়ে মলয় কিশোর ভট্টাচার্য স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, রংপুরের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি উদীচী রংপুর জেলা সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। মলয় কিশোর ভট্টাচার্য দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন এবং একজন আদর্শ শিক্ষক হিসেবে সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।