• header_en
  • header_bn

সনাক, বগুড়া’র সদস্য আমজাদ হোসেন তাজমা’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বগুড়া’র প্রতিষ্ঠাকালীন সদস্য আমজাদ হোসেন তাজমা’র (জন্ম: ০১ মে ১৯৩৭ ইং) মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। গত ২৪ মে ২০২০ সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার দক্ষিণ কাটনারপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রায় দেড় বছর যাবৎ কোমায় ছিলেন। ২০১০ সালের জুন মাসে সনাক, বগুড়ার সূচনালগ্ন থেকে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আমজাদ হোসেন তাজমা মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, বগুড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন বগুড়া চেম্বার অব কমার্স লিমিটেড এবং বগুড়া ডায়াবেটিক হাসপাতালের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি তাজমা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক ছিলেন। আমজাদ হোসেন তাজমা মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আমজাদ হোসেন তাজমা’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।