• header_en
  • header_bn

সনাক, জামালপুর - এর সহ-সভাপতি শফিক জামান লেবু’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুরের সহ-সভাপতি শফিক জামান লেবু (জন্ম: ০১ জানুয়ারি ১৯৬১ ইং) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। গত ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় জামালপুরের দেওয়ানপাড়াস্থ তার নিজ বাসভবনে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাঁকে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সনাক, জামালপুরে ২০১৬ সালের মে মাস থেকে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 
বিশিষ্ট কবি, সংবাদিক শফিক জামান লেবু মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, জামালপুরের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি, এনটিভি’র স্টাফ করসপনডেন্ট, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি, জাতীয় কবিতা পরিষদ জামালপুরের সভাপতি, পরিবেশ বাঁচাও জামালপুরের সভাপতি, উদীচী জামালপুরের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি, লালন একাডেমী জামালপুরের উপদেষ্টাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। ব্যক্তি জীবনে অবিবাহিত শফিক জামান মৃত্যুকালে এক ভাই, দুই বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে শফিক জামান এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।