• header_en
  • header_bn

সনাক, চকরিয়ার প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল ইসলাম ছিদ্দিকী এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

 
 
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়ার সদস্য ও সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সংগঠক, লেখক, গীতিকার, সুরকার ও সমাজ সংস্কারক আলহাজ্ব জহিরুল ইসলাম ছিদ্দিকী (জন্ম: ১ সেপ্টেম্বর ১৯৪৯) এর মৃত্যুতে আমরা টিআইবি পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। ৩ নভেম্বর ২০১৪ বেলা একটায় চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চকরিয়ায় ২০০৫ সালে টিআইবির অনুপ্রেরণায় সনাক গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন থেকে শুরু করে সনাক এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনে আলহাজ্ব জহিরুল ইসলাম ছিদ্দিকী এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবির ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।