• header_en
  • header_bn

সনাক সদস্য নীহারেন্দু কর-এর অকাল মৃত্যু

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল-এর সদস্য, নাট্য ব্যক্তিত্ব ও সমাজসেবক নীহারেন্দু কর-এর অকাল মৃত্যুতে আমরা টিআইবি পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। ৮ নভেম্বর মৌলভীবাজার জেলায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। উল্লেখ্য, সনাক-এর সদস্য হিসেবে তিনি শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সনাক-এর ইয়েস গ্রুপের উপদেষ্টা এবং ইয়েস গণনাট্য দলের পরিচালক ছিলেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দুর্নীতিবিরোধী আন্দোলনে নীহারেন্দু কর-এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।