চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কার্যকর ও টেকসই চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার (চিহ্নিত ও পৃথককরণ, সংগ্রহ, পরিবহণ, পরিশোধন এবং অপসারণ) ঘাটতির কারণে পরিবেশ দূষণ, সংক্রামক রোগের প্রাদুর্ভাবসহ সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ জনগণের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, শয্যা প্রতি দৈনিক গড়ে উৎপন্ন চিকিৎসা বর্জ্যরে পরিমাণের হিসাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ। বেসরকারি সংস্থা ব্র্যাকের সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতি মাসে প্রায় ৭ হাজার ৪৪০ টন চিকিৎসা বর্জ্য উৎপন্ন হয় যার অধিকাংশই সঠিক ব্যবস্থাপনার আওতাভুক্ত নয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট ১১.৬-তে নগরসমূহে সকল ধরনের বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে এবং উৎপন্ন বর্জ্যর ফলে সৃষ্ট পরিবেশগত প্রভাব কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অভীষ্ট ৩, ৬, ৮, ১২ ও ১৩ এর লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করতে টেকসই চিকিৎসা বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় পরিবেশ নীতি (২০১৮)
...ইতোপূর্বে টিআইবি’র গবেষণাসহ গণমাধ্যমে করোনার অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত ‘২,৫০০ টাকা নগদ সহায়তা’ এবং ‘১০ টাকা কেজি দরে চাল বিক্রয়’ কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন সুশাসনের ঘাটতি চিহ্নিত করা হয়েছিল। টিসিবি’র এই ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম শুরু হওয়ার পর এই কর্মসূচিতেও তালিকাভুক্ত হওয়া থেকে শুরু করে সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় পর্যন্ত দরিদ্র জনগণের নানা প্রকার হয়রানি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। এসব জনগুরুত্বপূর্ণ বিষয় বিশেষত দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্যে গৃহীত কার্যক্রমে প্রবেশগম্যতা ও সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে গবেষণা ও অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করা টিআইবি’র অব্যাহত কার্যক্রমের অংশ। এর ধারাবাহিকতায় টিসিবি’র ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ চিহ্নিত করা ও গবেষণাভিত্তিক অধিপরামর্শ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এই গবেষণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গবেষণার উদ্দেশ্য
এই গবেষণার মূল উদ্দেশ্য টিসিবি’র ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম সুশাসনের দৃষ্টিভঙ্গীতে পর্যালোচনা করা। সুনির্দিষ্ট উদ্দেশ্যের মধ্যে রয়েছে -
-
এই গবেষণার মূল উদ্দেশ্য মুক্তিযোদ্ধা হিসেবে বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং অধিকার প্রাপ্তির প্রক্রিয়া সুশাসনের দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা। সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ হচ্ছে -
১. বীরাঙ্গনাদের গেজেটভুক্তি ও সুবিধা প্রদান করা জন্য গৃহীত পরিকল্পনা ও কর্মসূচি পর্যালোচনা করা;
২. এই কার্যক্রমে বিদ্যমান সুশাসনের ঘাটতি, ঘাটতির কারণ ও ফলাফল বিশ্লেষণ করা;
৩. গবেষণার ফলাফলের আলোকে সুপারিশ প্রণয়ন করা।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন -
...ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে টিআইবি জাতীয় ও স্থানীয় পর্যায়ে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন খাত ও প্রতিষ্ঠান নিয়ে গবেষণা ও অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে থাকে। টিআইবি’র অগ্রাধিকার খাতগুলোর মধ্যে পরিবেশ ও জলবায়ু অর্থায়নে সুশাসন অন্যতম।
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন বাংলাদেশের সংবিধানের মূলনীতির অংশ (অনুচ্ছেদ ১৮-ক)। প্যারিস চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ হ্রাস এবং নবায়নযোগ্য জ¦ালানি প্রসারে প্রতিজ্ঞাবদ্ধ যা টেকসই উন্নয়ন অভিষ্ট ৭ এবং ১৩ অর্জনেরও পূর্বশত। কিন্তু সুলভ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব জ¦ালানি সরবরাহে সরকারের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রæতি থাকা স্বত্তে¡ও পরিবেশের জন্য ক্ষতিকর ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি)-কে প্রাধান্য দিয়ে জ¦ালানি খাতে বিনিয়োগ অব্যাহত রয়েছে। দ্রæত বিদ্যুৎ সরবরাহ আইনের আওতায় অনুমোদন দিয়ে জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ প্রকল্পগুলোর বেশিরভাগই বাস্তবায়ন করা হচ্ছে পরিবেশগত সংকটাপন্ন ও
...এই গবেষণার মূল উদ্দেশ্য করোনাভাইরাস অতিমারী সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সুশাসন বিশেষকরে স্বচ্ছতা ও অন্তর্ভুক্তির আঙ্গিকে পর্যালোচনা করা।
সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ হচ্ছে -
১. করোনাভাইরাস মোকাবিলায় গৃহীত কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা;
২. কার্যক্রমে বিদ্যমান সুশাসন বিশেষকরে স্বচ্ছতার ঘাটতি ও ফলাফল উদঘাটন করা;
৩. কোভিড-১৯ সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে বিদ্যমান চ্যালেঞ্জ উদঘাটন করা;
৪. গবেষণার ফলাফলের আলোকে সুপারিশ প্রণয়ন করা।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন -
...এইগবেষণারপ্রধানউদ্দেশ্যকরোনাসংকটমোকাবেলায়সাড়াদানকারীবেসরকারিসংস্থাসমূহেরভূমিকাওচ্যালেঞ্জপর্যালোচনাকরা।এগবেষণারসুনির্দিষ্টউদ্দেশ্যগুলোহলো -
১. করোনাসংকটমোকাবেলায়সাড়াদানকারীবেসরকারিসংস্থাসমূহেরউদ্যোগওঅবদানপর্যালোচনাকরা;
২. করোনাসংকটমোকাবেলায়সাড়াদানকারীবেসরকারিসংস্থাসমূহেরকর্মসূচিগ্রহণওবাস্তবায়নেসীমাবদ্ধতাওচ্যালেঞ্জপর্যালোচনাকরা;
৩. করোনাসংকটমোকাবেলায়সাড়াদানকারীবেসরকারিসংস্থাসমূহেরকার্যক্রমেশুদ্ধাচারপর্যালোচনাকরা;
৪. গবেষণায়প্রাপ্তফলাফলেরভিত্তিতেকরণীয়নির্ধারণেসুপারিশপ্রদানকরা।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন -
মূল প্রতিবেদন (বাংলা) সার-সংক্ষেপ (বাংলা) Executive Summary (English) উপস্থাপনা
...এই গবেষণার সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ হলো -
১. পরিবেশ অধিদপ্তরের আইন প্রতিপালনে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা
২. পরিবেশ অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা
৩. পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির ধরন, মাত্রা ও কারণ চিহ্নিত করা; এবং
৪. পরিবেশঅধিদপ্তরেরসুশাসনেরচ্যালেঞ্জসমূহউত্তরণেসুপারিশপ্রস্তাবকরা।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন -
মূল প্রতিবেদন (বাংলা) সার-সংক্ষেপ (বাংলা) Executive Summary (English) উপস্থাপনা
...স্থানীয় পর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে তা বিশ্লেষণ করা হচ্ছে গবেষণার উদ্দেশ্য। এই গবেষণায় ইউএনও’র মাধ্যমে উপজেলা পরিষদে সাচিবিক সহায়তা প্রদান, উপজেলা চেয়ারম্যানকে সহায়তা প্রদান, উপজেলা পরিষদসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে সমন্বয় সাধন এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশনাবলী পালনে সংক্রান্ত চ্যালেঞ্জসমূহ বিশ্লেষণ করা হয়েছে।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন :
...The main objective of this study is to assess the state of access to, and exercise of the existing institutional accountability system by the marginalised people in receiving various public services.
Specific objectives are -
✓ To review the extent of inclusion of the marginalised population in the existing accountability system while taking services from different public institutions;
✓ To analyse the effectiveness of the existing accountability systems in public services through the experience of the marginalised groups;
✓ To make recommendations based on the results to ensure accountability of service providers.
Please click on the below link for details:
...এই গবেষণার প্রধান উদ্দেশ্য মাধ্যমিক শিক্ষা কার্যক্রম (সাধারণ ধারা) বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ সমূহ পর্যালোচনা করা।
সুনির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে-
১. মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে আইনি ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা চিহ্নিত করা।
২. মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি চিহ্নিত করা।
৩. মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির ধরন ও মাত্রা চিহ্নিত করা।
৪. বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ উত্তরণে সুপারিশ প্রস্তাব করা।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন :
...