এই গবেষণার মূল উদ্দেশ্য করোনাভাইরাস অতিমারী সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সুশাসন বিশেষকরে স্বচ্ছতা ও অন্তর্ভুক্তির আঙ্গিকে পর্যালোচনা করা।
সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ হচ্ছে -
১. করোনাভাইরাস মোকাবিলায় গৃহীত কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা;
২. কার্যক্রমে বিদ্যমান সুশাসন বিশেষকরে স্বচ্ছতার ঘাটতি ও ফলাফল উদঘাটন করা;
৩. কোভিড-১৯ সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে বিদ্যমান চ্যালেঞ্জ উদঘাটন করা;
৪. গবেষণার ফলাফলের আলোকে সুপারিশ প্রণয়ন করা।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন -
...এইগবেষণারপ্রধানউদ্দেশ্যকরোনাসংকটমোকাবেলায়সাড়াদানকারীবেসরকারিসংস্থাসমূহেরভূমিকাওচ্যালেঞ্জপর্যালোচনাকরা।এগবেষণারসুনির্দিষ্টউদ্দেশ্যগুলোহলো -
১. করোনাসংকটমোকাবেলায়সাড়াদানকারীবেসরকারিসংস্থাসমূহেরউদ্যোগওঅবদানপর্যালোচনাকরা;
২. করোনাসংকটমোকাবেলায়সাড়াদানকারীবেসরকারিসংস্থাসমূহেরকর্মসূচিগ্রহণওবাস্তবায়নেসীমাবদ্ধতাওচ্যালেঞ্জপর্যালোচনাকরা;
৩. করোনাসংকটমোকাবেলায়সাড়াদানকারীবেসরকারিসংস্থাসমূহেরকার্যক্রমেশুদ্ধাচারপর্যালোচনাকরা;
৪. গবেষণায়প্রাপ্তফলাফলেরভিত্তিতেকরণীয়নির্ধারণেসুপারিশপ্রদানকরা।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন -
মূল প্রতিবেদন (বাংলা) সার-সংক্ষেপ (বাংলা) Executive Summary (English) উপস্থাপনা
...এই গবেষণার সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ হলো -
১. পরিবেশ অধিদপ্তরের আইন প্রতিপালনে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা
২. পরিবেশ অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা
৩. পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির ধরন, মাত্রা ও কারণ চিহ্নিত করা; এবং
৪. পরিবেশঅধিদপ্তরেরসুশাসনেরচ্যালেঞ্জসমূহউত্তরণেসুপারিশপ্রস্তাবকরা।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন -
মূল প্রতিবেদন (বাংলা) সার-সংক্ষেপ (বাংলা) Executive Summary (English) উপস্থাপনা
...গবেষণার সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলো হচ্ছে -
১. তথ্য প্রকাশ সংশ্লিষ্ট বিধি ও নির্দেশিকা অনুযায়ী সুনির্দিষ্ট তথ্যসমূহ ওয়েবসাইটের মাধ্যমে স্বপ্রণোদিতভাবে প্রকাশের বর্তমান
অবস্থা পর্যবেক্ষণ করা;
২. ওয়েবসাইটে তথ্য প্রকাশের অবস্থা পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিষ্ঠানসমূহের র্যাংকিং করা;
৩. স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করা; এবং
৪. চ্যালেঞ্জসমূহ থেকে উত্তরণে সুপারিশ প্রস্তাব করা।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন
মূল প্রতিবেদন (বাংলা) সার-সংক্ষেপ (বাংলা) Executive Summary (English) উপস্থাপনা
...এই গবেষণার প্রধান উদ্দেশ্য করোনা ভাইরাস মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত টিকা কার্যক্রমসহ অন্যান্য চলমান কার্যক্রম সুশাসনের আঙ্গিকে পর্যালোচনা করা। সুনির্দিষ্ট উদ্দেশ্যের মধ্যে রয়েছে-
১. করোনা ভাইরাস মোকাবিলায় টিকা সংগ্রহ, টিকাদান কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম পর্যালোচনা করা, এবং এই কার্যক্রমে বিদ্যমান সুশাসনের ঘাটতি, ঘাটতির কারণ ও ফলাফল উদঘাটন করা;
২. করোনাভাইরাস মোকাবিলায় গৃহীত অন্যান্য সরকারি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা; এবং
৩. গবেষণার ফলাফলের আলোকে সুপারিশ প্রণয়ন করা।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন
মূল প্রতিবেদন (বাংলা) সার-সংক্ষেপ (বাংলা) Executive Summary (English) উপস্থাপনা
...এ গবেষণার প্রধান উদ্দেশ্য সরকারি গণগ্রন্থাগার পরিচালনার ক্ষেত্রে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় অনুসন্ধান করা। এছাড়া সুনির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে- ১) গণগ্রন্থাগার সংশ্লিষ্ট আইন, বিধি ও নীতিকাঠামো পর্যালোচনা করা; ২) সেবা ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা চিহ্নিত করা ও কার্যকরতা পর্যালোচনা করা; ৩) সেবা ও ব্যবস্থাপনায় অনিয়ম ও দর্নীতির ধরন, ক্ষেত্র ও মাত্রা চিহ্নিত করা; ৪) বিদ্যমান চ্যালেঞ্জ থেকে উত্তরণের উপায় সুপারিশ করা।বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন মূল প্রতিবেদন (বাংলা) সার-সংক্ষেপ (বাংলা) Executive Summary (English) উপস্থাপনা
In accordance with the United Nations Convention on the Rights of Persons with Disabilities 2006 (UNCRPD), the Rights and Protection of Persons with Disabilities Act, 2013[Section 2 (9)] defined disability as a long-term or permanent physical, mental, intellectual, developmental inadequacy or sensory impairment on a person caused by any reason which hinders his or her full and effective participation in the society on the basis of equity According to the Rights and Protection of Persons with Disabilities Act 2013, types of disabilities include: autism or autism spectrum disorders, physical disabilities, mental disabilities, visual impairments, speech disabilities, intellectual disability, hearing impairment, hearing-visual impairment, cerebral palsy, down syndrome, multidimensional disability and other types of disabilities. For details please follow the links below Full Report Executive Summary (Bangla) Executive Summary (English) Presentation ...
এই গবেষণার প্রধান উদ্দেশ্য হলো বন অধিদপ্তরের কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা এবং এসকল চ্যালেঞ্জ হতে উত্তরণে সুপারিশ প্রস্তাব করা। এছাড়াও গবেষণার সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলো হলো- (১) বন অধিদপ্তরের আইনি এবং প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা; (২) বন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকা-ে অনিয়ম ও দুর্নীতির ধরন, মাত্রা ও কারণ চিহ্নিত করা; এবং (৩) বন অধিদপ্তরের সুশাসনের চ্যালেঞ্জসমূহ উত্তরণে সুপারিশ প্রস্তাব করা। বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন মূল প্রতিবেদন (বাংলা) বর্ধিত সার-সংক্ষেপ (বাংলা) Executive Summary (English) উপস্থাপনা FAQ Virtual Press Conference (Video Link)
এ গবেষণার প্রধান উদ্দেশ্য হলো সাম্প্রতিক দুর্যোগ মোকাবেলায় সুশাসনের অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ পর্যালোচনা করা। গবেষণার সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ হলো- দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত অঙ্গীকার, আইন, নীতি ও আদেশাবলীর বাস্তবায়ন পর্যালোচনা করা আমফানের অভিজ্ঞতার সাথে পূর্বে সংঘটিত চারটি দুর্যোগ মোকাবেলায় সরকার গৃহীত কার্যক্রমে সুশাসনের অগ্রগতি ও ঘাটতিসমূহ সামষ্টিক অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ করা গবেষণায় প্রাপ্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সুপারিশ প্রদান করা বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন মূল প্রতিবেদন (বাংলা) সার-সংক্ষেপ (বাংলা) Executive Summary (English) উপস্থাপনা FAQ Virtual Press Conference (Video Link)
Although the commercial banks run their business based on money deposited by the ordinary people, directly or indirectly, the depositors do not have any control over them. On behalf of the depositors, it is the responsibility of the banking sector supervising institutions to ensure the interest of the depositors. The Bangladesh Bank, established under the 1972 Presidential Order number 127 and run according to the Bank Company Act, 1991 is supposed to supervise and control the banking sector of Bangladesh as central policymaking and controlling authority. However, particularly during the last one decade, according to various research and media reports, the banking sector of Bangladesh is highly prone to corruption, irregularities, scam, fraud, capital shortfall, high-interest rate, liquidity crisis and high rates of default loan. Over the years, the money deposited by ordinary people has been misappropriated and plundered through willful default loans. For details please follow the...