Interpreting Election Affidavit Data

What Message Does it Convey To The Public?

প্রকাশকাল: ২৬ ডিসেম্বর ২০২৩

হলফনামা-ভিত্তিক বিশ্লেষণ : প্রেক্ষাপট ও উদ্দেশ্য

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১২ এর দফা (৩খ) অনুসারে জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামার মাধ্যমে মোট আট ধরনের তথ্য দিতে হয়। হলফনামায় দেওয়া এসব তথ্যের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, পেশা ও আয়ের উৎস, মামলার বিবরণী, প্রার্থীর নিজের ও তার ওপর নির্ভরশীলদের আয়-ব্যয়, সম্পদ এবং দায়-দেনা। এসব তথ্য ভোটারদের মধ্যে দ্রুততার সাথে প্রচারের দায়িত্ব নির্বাচন কমিশনের। যাতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থী বেছে নেবার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। একইসঙ্গে হলফনামায় প্রদত্ত তথ্য পর্যাপ্ত কি-না বা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি-না এবং এর মাধ্যমে প্রার্থীর বৈধ আয়ের সঙ্গে তার আয় বৃদ্ধি ও সামঞ্জস্যপূর্ণ সম্পদ বা অর্থের বিকাশ ঘটেছে কি-না সেটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক পরীক্ষা করে দেখার সুযোগ তৈরি হয়।

বড় পরিসরে এসব তথ্যকে আরো বিশ্লেষণযোগ্যভাবে সহজলভ্য করার মাধ্যমে প্রার্থী সম্পর্কে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরিতে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ অংশীজন কর্তৃক সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তার অংশ হিসেবে হলফনামায় দেওয়া তথ্যের বিশ্লেষণ করা ও এর অংশ হিসেবে এই পর্যায়ে হলফনামার তথ্য জনগণের জন্য কী বার্তা দিচ্ছে তার একটি সার্বিক চিত্র তুলে ধরতে টিআইবির এই প্রয়াস।

যার ফলাফল হিসেবে টিআইবি এই উপস্থাপনার পাশাপাশি ‘‌‌‌‌‌‌‌‌‌‌হলফনামায় প্রার্থী পরিচিতি’ শীর্ষক একটি ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড (https://ti-bangladesh.org/kyc) তৈরি করেছে, যাতে ঘরে বসেই ভোটারগণ নিজ এলাকার প্রার্থী সম্পর্কে অনায়াসে আটটি তথ্য পেতে পারেন এবং নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড ও রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ স্ব স্ব এখতিয়ার অনুযায়ী উদ্যোগ গ্রহণের জন্য তথ্যের বহুমুখী বিশ্লেষণের সুযোগ নিতে পারে।

ডিসক্লেইমার

এই ড্যাশবোর্ড উন্নয়নের জন্য সকল তথ্য-উপাত্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইট (http://www.ecs.gov.bd/page/holofnnama-np) এ আপলোডকৃত নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা থেকে সংগ্রহ করা হয়েছে। এই ড্যাশবোর্ডের জন্য সংগৃহীত তথ্য-উপাত্তে মানবীয় ভুলের সুযোগ নেই- টিআইবি এমন দাবি করে না। ফলে কোনো তথ্য-উপাত্তসংক্রান্ত অনিচ্ছাকৃত গড়মিল বা ভুল দৃষ্টিগোচর হলে টিআইবিকে info@ti-bangladesh.org এই মেইলের মাধ্যমে জানানোর অনুরোধ জানাচ্ছি। টিআইবি যাচাইপূর্বক তাৎক্ষণিকভাবে তা শুধরে নেবে।

 

 

বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-

 

হলফনামায় দ্বাদশ সংসদ সদস্যদের তথ্যচিত্র

নির্বাচনী হলফনামার তথ্যচিত্র জনগণকে কী বার্তা দিচ্ছে?

→ হলফনামায় প্রার্থী পরিচিতি ড্যাশবোর্ডে যেতে ক্লিক করুন