২১ এপ্রিল ২০১৫

রানা প্লাজার দুর্ঘটনা বাংলাদেশে তৈরি পোশাক খাতে সুশাসনের ঘাটতি ও দুর্নীতির দৃশ্যমান উদাহরণ হিসেবে পরিগণিত। টিআইবি’র (অক্টোবর ২০১৩) গবেষণায় এ খাতে দুর্ঘটনা ও কমপ্লায়েন্স ঘাটতির অন্যতম কারণ হিসেবে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয়হীনতা, দায়িত্বে অবহেলা, রাজনৈতিক প্রভা, পারস্পরিক যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিকে চিহ্নিত করা হয় এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২৫ দফা সুপারিশ পেশ করা হয়। পরবর্তীতে বিভিন্ন অংশীজন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ও বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য টিআইবি একটি ফলো আপ গবেষণা পরিচালনা কর, যেখানে তৈরি পোশাক খাতে সুশাসনের চ্যালেঞ্জ হিসেবে ৬৩টি বিষয় চিহ্নিত করা হয়(টিআইবি ২০১)। এ গবেষণায় দেখা যায় রানা প্লাজা দুর্ঘটনার পরবর্তী একবছরে সরকার ও বিভিন্ন অংশীজন ৫৪টি বিষয়ে ১০২টি উদ্যোগ নিয়েছ, যার মধ্যে সাতটি বিষয়ে ২৩টি উদ্যোগ সম্পন্, এবং সার্বিকভাবে ৯% উদ্যোগ বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এর ধারাবাহিকতায় টিআইবি গত একবছরে এসব উদ্যোগের অগ্রগতির অবস্থা বিশ্লেষণে এ গবেষণা পরিচালনা করেছে