Draft Data Protection Act-2023 TIB's Observation

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩

১৪ মার্চ ২০২৩ উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩- এর খসড়া অংশীজনের মতামতের জন্য উন্মুক্ত করা হয়। টিআইবি গত ২৮ মার্চ ৪১টি সুনির্দিষ্ট সুপারিশ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিবেচনার জন্য পাঠিয়েছে।

এটি আলোচ্য বিষয়ে প্রকাশিত চতুর্থ খসড়া। এর আগের প্রতিটি খসড়ার ওপর টিআইবি বিস্তারিত ব্যাখ্যাসহ মতমত দিয়েছে এবং দুই দফা সংবাদ সম্মেলেনের মাধ্যমে গণমাধ্যমের সামনেও তা তুলে ধরা হয়েছে।

খসড়া প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্টরা চলমান আলোচনার বিভিন্ন পর্যায়ে টিআইবির বেশ কিছু সুপারিশ মেনে নেওয়ার কথা জানিয়েছেন। তবে এই চতুর্থ খসড়াতেও দেখা যাচ্ছে, টিআইবির বিভিন্ন প্রস্তাব মেনে নেওয়া হলেও, মূল উদ্বেগের জায়গাগুলো থেকেই গেছে। এর কতোটা অনিচ্ছাকৃত বা অনভিজ্ঞতার কারণে আর কতোটা উদ্দেশ্যপ্রণোদিত সেই প্রশ্ন করাটা এখন অবান্তর হবে না। কতোগুলো সুপারিশ মেনে নেওয়া হলো, তার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো, কোন সুপারিশগুলো পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে।

বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন -

Press Release

খসড়া উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩: লক্ষ্য এখনও নজরদারিতে, অবিবেচনাপ্রসূত নিয়ন্ত্রণমূলক বিধানে ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি